Aha Aji E Bosonte - Instrumental Music of Rabindranath Thakur's (Tagore) Song



Instrumental music rendition of "Aha Aji E Bosonte". Rabindranath Thakur (Tagore) wrote this song more than a century ago.

Bangla Lyrics:
আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,
এত বাঁশি বাজে, এত পাখি গায়,

সখীর হৃদয় কুসুম-কোমল--
কার অনাদরে আজি ঝরে যায়।
কেন কাছে আস, কেন মিছে হাস,
কাছে যে আসিত সে তো আসিতে না চায়।

সুখে আছে যারা, সুখে থাক্‌ তারা,
সুখের বসন্ত সুখে হোক সারা,
দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না পায়।
তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না,
তারা ফিরেও না চায়।

আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,
এত বাঁশি বাজে, এত পাখি গায়


English Transliteration

Aha, aaji e basante eto phool phute,
Eto banshi baje, eto pakhi gaay,
Sakheer hriday kusumkamol
Kaar anadare aji jhare jay
Kano kache aso, kano miche haso,
Kache je aasito se to aasite na chay
Sukhe aache jara sukhe thak tara,
Sukher basanta sukhe hok sara
Dukhinee nareer nayaner neer
Sukheejane jano dekhite na pay
Tara dekheo dakhe na
Tara bujheo bojhe na,
Tara phireo na chay


My English Translation

আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,
এত বাঁশি বাজে, এত পাখি গায়,
Aha! On this day of spring
So many flowers bloom
So many flutes play
So many birds sing

সখীর হৃদয় কুসুম-কোমল--
কার অনাদরে আজি ঝরে যায়।
কেন কাছে আস, কেন মিছে হাস,
কাছে যে আসিত সে তো আসিতে না চায়।
My friend's heart is like the softness of safflower
For whose neglect it is dissipating today
Why do you come close, why do you pretend to smile
Who used to come close now don't want to come any more

সুখে আছে যারা, সুখে থাক্‌ তারা,
সুখের বসন্ত সুখে হোক সারা,
দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না পায়।
তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না,
তারা ফিরেও না চায়।
Whoever is happy, let them remain in happiness
May the spring of happiness completes their bliss
Mournful lady's homing eyes
Happy people should not see

তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না,
তারা ফিরেও না চায়।
Though they see but they pretend not seeing
Though they understand but they pretend ignorance
They don't even look back

আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,
এত বাঁশি বাজে, এত পাখি গায়,
Aha! On this day of spring
So many flowers bloom
So many flutes play
So many birds sing

Comments