A Bangla Instrumental Music - Ei Mukhorito Jiboner Cholar Bake
An instrumental music I've recorded today, it's a popular song by Souls, a musical band from Bangladesh.
Here is the lyrics in Bangla:
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
ঝিনুক শামুকে ভরা বালুর চরে
ঢেউয়ের সাথে নেচেছি,
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি।
ওরে ছুটে চল সেই সাগরো তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।
রাত্রিতে জোসনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি,
ডুলো ডুলো আখিতে আবীর মেখে
স্বপ্নের জ্বাল বুনেছি
ওরে সেইতো ভালো চোখ দুটো বুঝেছিল
ওরে সেইতো ভালো সবকিছু ভুলেছিলে।
Here is my translation of this song in English but not poetic as the original song is:
In the curved path of this busy life
Amid all the unknown thousands of mundane work
Hundreds of colorful faces from childhood
Tune the melody surrounding my mind.
In the beach filled with oyster shells
I danced with the waves
Memory garland of colorful dream
I left at the beach
Hey, let's go back to that side of the ocean
Hey, lets search the abandoned jewels.
At night while sitting on the steps of the home
I listened to so many great stories!
I sewed the net of dreams
in my sleepy eyes
Hey, it was good the eyes were closed
Hey, it was good to have forgotten everything.
Here is the lyrics in Bangla:
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
ঝিনুক শামুকে ভরা বালুর চরে
ঢেউয়ের সাথে নেচেছি,
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি।
ওরে ছুটে চল সেই সাগরো তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।
রাত্রিতে জোসনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি,
ডুলো ডুলো আখিতে আবীর মেখে
স্বপ্নের জ্বাল বুনেছি
ওরে সেইতো ভালো চোখ দুটো বুঝেছিল
ওরে সেইতো ভালো সবকিছু ভুলেছিলে।
Here is my translation of this song in English but not poetic as the original song is:
In the curved path of this busy life
Amid all the unknown thousands of mundane work
Hundreds of colorful faces from childhood
Tune the melody surrounding my mind.
In the beach filled with oyster shells
I danced with the waves
Memory garland of colorful dream
I left at the beach
Hey, let's go back to that side of the ocean
Hey, lets search the abandoned jewels.
At night while sitting on the steps of the home
I listened to so many great stories!
I sewed the net of dreams
in my sleepy eyes
Hey, it was good the eyes were closed
Hey, it was good to have forgotten everything.
Comments
Post a Comment